সত্যজিৎ রায়কে উদ্দেশ্য করে যা বললেন ববিতা
নন্দিত অভিনেত্রী জয়া আহসানের বক্তব্যে, ‘বামনদের ভূখণ্ডে তাঁর মাথা ছাড়িয়ে গিয়েছিল সবাইকে। আবার তিনি নিজেও এতটাই উঁচু হয়ে গিয়েছিলেন যে সবাইকে বামন বানিয়ে ছেড়েছিলেন।’ এ কথাগুলো তিনি আজ ফেসবুকে লিখেছেন ভারতবর্ষের সেরা চলচ্চিত্রকার সত্যজিৎ রায়কে উদ্দেশ্য করে৷ বরেণ্য এই পরিচালক ও সাহিত্যিক বিশ্ব দরবারে ভারতবর্ষের সিনেমাকে তুলে ধরেছেন৷ আন্তর্জাতিক বিশ্বে তিনি মিস্টার রে হিসেবে পরিচিত হলেও বাঙালির কাছে মানিক দা বলেও খ্যাত। মানিক দা’র আজ শততম জন্মবার্ষিকী। এদিনে তাকে স্মরণ করছেন তার সহকর্মী, কাছের দূরের অনেকেই। তাদের ভিড়ে যোগ দিলেন বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। যিনি সত্যজিৎ রায়ের হাত ধরে পৌঁছেছেন সারাবিশ্বের দর্শকের কাছে। কিংবদন্তি এই চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সংগীত পরিচালক ও লেখকের ‘অশনি সংকেত’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন ববিতা। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া এ ছবি দিয়ে জাতীয় পুরস্কারসহ অসংখ্য স্বীকৃতি জয় করেছেন তিনি। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন কলকাতার আরেক বরেণ্য অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। সেই সত্যজিৎ রায়, প্রিয় মানিক দা’র শততম জন্মদিন উপলক্ষে ববিতার সঙ্...