সখীপুরে গরিব কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে টাঙ্গাইলের সখীপুরে এক গরিব কৃষকের ৬০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত বহুরিয়া ইউনিয়নের সুন্দলা গ্রামে প্রায় ৩০ জন নেতাকর্মী ওই কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়। বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোশাররফ হোসেনের নেতৃত্বে এ ধান কাটা কার্যক্রম শুরু হয়। এ সময় ইউনিয়ন ছাত্র লীগের যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন, রিগান আহমেদ, হৃদয় আহমেদ, মিয়া ফাহাদ, সিকদার সুজন আহমেদ, সাব্বির সিকদারসহ অন্যান্য নেতাকর্মী অংশ গ্রহণ করেন। ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, বহুরিয়া ইউনিয়নের কালমেঘা গ্রামের আব্দুল কাদের মিয়া একজন অসহায় কৃষক। তিনি চলমান করোনা পরিস্থিতির মধ্যে অর্থের অভাবে শ্রমিক দিয়ে ধান কাটতে পারছিলেন না। এমন সংবাদ পেয়ে আমরা ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীরা ওই কৃষকের ধান কেটে দেওয়ার উদ্যোগ নেই। বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোশাররফ হোসেন জানান, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশে গত বছরের ধারাবাহিকতায় এ বছরও নেতাকর্মীরা অসহা...