শেষ হয়ে যাচ্ছে অর্থবছর: স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়লেও ব্যয়ের সক্ষমতা বাড়েনি
নিউজ ডেস্ক: বাজেটে বরাদ্দ পাওয়া টাকার বড় অংশই খরচ করতে পারেনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে বড় বড় প্রকল্প পেলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে হাতাশাজনক অবস্থায় রয়েছে স্বাস্থ্যসেবা খাতটি। চলতি অর্থবছরে বরাদ্দ পাওয়া ১১ হাজার ৯৭৯ কোটি টাকার মধ্যে মন্ত্রণালয় ব্যয় করতে পেরেছে মাত্র তিন হাজার ৪৯ কোটি টাকা, শতাংশের হিসাবে যা মাত্র ২৫.৪৬। এখনো অব্যয়িত রয়ে গেছে আট হাজার ৯৩০ কোটি টাকা। তবে অর্থবছরের শেষ প্রান্তে এসে টনক নড়েছে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের। এখন টাকা খরচের চাপে পড়েছেন তাঁরা। অর্থনীতিবিদরা বলছেন, মহামারিকালে টিকা কেনার ক্ষেত্রে ক্রয়সংক্রান্ত বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পেলেও স্বাস্থ্যসেবা খাতে অর্থ ব্যয়ের এমন অদক্ষতা গ্রহণযোগ্য নয়। খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, করোনা মহামারিতে যেখানে বেড়েছে স্বাস্থ্যসেবা ব্যয়, সেখানে উল্টো ছবি সরকারি স্বাস্থ্যসেবা খাতে। এই খাতে গত অর্থবছরের (২০১৯-২০) চেয়ে প্রকল্পের সংখ্যা ও বরাদ্দ বাড়লেও বাস্তবায়নের হার বাড়েনি। বরং গত অর্থবছরের চেয়ে কমেছে ৪.৫৫ শতাংশ। গত অর্থবছরের এপ্রিল-জুলাইয়ে স্বাস্থ্যসেবা খাতে এডিপি ...