Posts

Showing posts with the label শেরপুরে অভ্যন্তরীণ ধান চাল সংগ্রহ শুরু

শেরপুরে অভ্যন্তরীণ ধান চাল সংগ্রহ শুরু

Image
বগুড়ার শেরপুরে অভ্যন্তরীন ধান/চাল সংগ্রহ শুরু হয়েছে। শেরপুর খাদ্য গুদামে ১০ মে সোমবার সকালে শেরপুর-ধুনট নির্বচানী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান/চাল সংগ্রহ কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেকেন্দার রবিউল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভপতি দীপক কুমার সরকার, শেরপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, শেরপুর থানা চাউল কল মালিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস ভুইয়া, সাধারণ সম্পাদক আলিমুল রেজা হিটলার, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, মির্জাপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রব্বানী প্রমূখ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেকেন্দার রবিউল ইসলাম জানান, উপজেলার লটারীর মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ২ হাজার ৯০০ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। প্রত্যেক কৃষক ১ থেকে ৩ টন ধান দিতে পারবেন। এছাড়াও ৩৭০ জন মিলার ও ৭ টি অটো রাইচ মিল থেকে ১৫ হাজার ১৫৪ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে। রাশেদুল হক/বার্তাবাজার/প...