এই ঈদের লড়াই হচ্ছে না শাকিব, শুভ ও সিয়ামের
ঈদের সিনেমা মানেই যেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের রাজত্ব। তবে এই রাজত্বটা অনেকটা ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো। সিনেপাড়ায় যে কথাটি চাউর, প্রায় এক দশক ধরে ঈদে শাকিবের সিনেমার সঙ্গে লড়াই করার মতো ‘যোগ্য’ সিনেমা মুক্তির মিছিলে ছিল না। তবে এবার ফাঁকা মাঠে রাজত্ব করার সুযোগ ছিল না ঢালিউড খানের। এবারের ঈদে মুক্তির মিছিলে ছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’ আর সিয়াম আহমেদের ‘শান’। এই দুই সিনেমার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে রাজত্ব টিকিয়ে রাখার লড়াই করতে হতো শাকিব খানের ‘অন্তরাত্মা’ সিনেমাকে। তবে করোনা-পরিস্থিতি প্রথম বারের মতো দেশের তিন শীর্ষ নায়কের লড়াইয়ে বাধ সেধেছে। আসন্ন ঈদে দেশের করোনা-পরিস্থিতি বিবেচনায় মুক্তি পাচ্ছে না শাকিব খানের ‘অন্তরাত্মা’ সিনেমা। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান তরঙ্গ এন্টারটেইনমেন্ট এ তথ্য নিশ্চিত করেছে। সিনেমাটির প্রযোজক সোহানী হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমি ব্যবসা করার জন্য সিনেমা বানাই না। সমাজ এবং মানুষের কল্যাণে আসবে, এমন কিছু মেসেজ সবার মাঝে পৌঁছে দিতেই সিনেমা প্রযোজনা করি। দেশের করোনা-পরিস্থিতির জন্য ঈদে সি...