ইফতারি-গরুর গোস্ত নয়, শিল্পীদের কাজ দরকার: বাপ্পারাজ
ঢাকাই চলচ্চিত্রের উজ্জ্বল এক নক্ষত্রের নাম বাপ্পারাজ। অভিনয়ে নিজের প্রতিভা ও মেধার বিকাশ ঘটিয়েছেন চলচ্চিত্রে। বাবা নায়করাজ রাজ্জাক পরিচালিত ১৯৮৬ সালে মুক্তি পাওয়া ‘চাপাডাঙার বউ’ ছবি দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক। তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে বাপ্পারাজ অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে। নানা আমেজ, ইমেজ, স্বাদের গল্প ও চরিত্রে তাকে দেখেছেন দর্শক। তবে সবকিছু ছাপিয়ে ত্রিভুজ প্রেমের ছবিতে স্যাক্রিফাইসিং চরিত্রগুলোতে বা ব্যর্থ প্রেমিকের চরিত্রে বাপ্পারাজ এই দেশের সিনেমায় একটি ব্র্যান্ড এবং দারুণ সাফল্যের উদাহরণ। ‘প্রেমের সমাধি’, ‘প্রেমগীত’, ‘হারানো প্রেম’, ‘ভুলোনা আমায়’, ‘বুক ভরা ভালোবাসা’, ‘ভালোবাসা কারে কয়’ ইত্যাদি চলচ্চিত্রগুলো বাপ্পারাজকে দিয়েছে অনন্য জনপ্রিয়তা। আজকাল আর অভিনয়ে নিয়মিত নন। দীর্ঘদিন পর সর্বশেষ তিনি কাজ করেছেন ‘পোড়ামন-২’ সিনেমায়। গতবছর পরিবারের বেশ কয়েকজন সদস্যসহ করোনায় আক্রান্ত হয়েছিলেন বাপ্পারাজ৷ সেরে উঠেছেন সুচিকিৎসায়৷ আবারও করোনাভাইরাসের প্রকোপ বেড়েছে পৃথিবীতে। এমনি সময়ে বাপ্পারাজের দিনগুলো কেমন যাচ্ছে? এসব নিয়ে এবং সাম্প্রতিক চলচ্চিত্র শিল্প নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছ...