শিল্পনগরীর প্লট দেখিয়ে ব্যাংক ঋণ নিয়ে নিখোঁজ ১৪ কোম্পানি
নিউজ ডেস্ক: নব্বইয়ের দশকে খুলনার বিসিক শিল্পনগরীতে ১০ কাঠার দুটি প্লট (বি-৫৯ ও ৬০) নিয়ে বিবিধ পণ্যের কারখানা স্থাপন করে বারী ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ জন্য বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়। কিন্তু ঋণ নিয়েই বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি। এ ঘটনায় ২০০০ সালের ২২ জুন বারী ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। সেই মামলা এখনও চলছে। ২১ বছর ধরে বন্ধ প্রতিষ্ঠানের কার্যক্রম। শুধু বারী ইন্ডাস্ট্রিজ নয়, শিল্পনগরীর প্লট দেখিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে খোঁজ নেই ১৪টি কোম্পানির। শিল্পনগরীর বিভিন্ন ক্যাটাগরির ৫৪টি প্লট তাদের বরাদ্দ দেওয়া হয়েছিল। প্লট বরাদ্দ পাওয়ার পর ঋণ নিয়েছে তারা। কিছুদিন কারখানাও চলেছে। এরপর সবকিছু বন্ধ। ঋণের টাকা পরিশোধের জন্য আদালতে মামলা চলায় বিসিক কর্তৃপক্ষ, সেই প্লট বাতিলও করতে পারছে না। তাই বছরের পর বছর অব্যবহূত পড়ে আছে ৫৪টি প্লট। এসব প্লটে থাকা ১৯টি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে এখন পাঁচটির যন্ত্রাংশ বিক্রি করে কারখানা চালুর উদ্যোগ নিয়েছে। বর্তমানে পুরোপুরি বন্ধ ১৪ প্রতিষ্ঠান। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে (বিসিক) খোঁজ নিয়ে জানা গেছে, খুলনা শিল্পনগ...