শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে
নিউজ ডেস্ক: মানসিক চাপে শিক্ষার্থীদের আত্মহত্যা, মাদকে আসক্তি, অনলাইন ক্লাসে আগ্রহ কম, চিন্তিত অভিভাবক, অনেক শিশুকে স্কুলে ভর্তি করা হয়নি আয়ান ফারুক মিরপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। ছুটির দিন ছাড়া সপ্তাহে ছয় দিনই সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনলাইনে ক্লাস করছে। কিন্তু ক্লাস করতে আগের মতো আর আগ্রহ পাচ্ছে না এই খুদে শিক্ষার্থী। আয়ান বলে, ‘আমি এখনো নতুন স্কুলে গিয়ে ক্লাস করিনি। আমার কোনো বন্ধুও তৈরি হয়নি। এভাবে ক্লাস করতে আর ভালো লাগে না। আমি স্কুলড্রেস পরে ক্লাসে যেতে চাই। এভাবে ঘরে বসে ল্যাপটপে ক্লাস আর ভালো লাগে না।’ বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী সামির ইয়াছার। করোনা শুরুর পর থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় এই শিক্ষার্থী তার চার বছরের শিক্ষাজীবনের দ্বিতীয় বর্ষের পুরো সময়ই অনলাইনে ক্লাস করে কাটিয়েছেন। তিনি জানান, সপ্তাহে চার-পাঁচ দিন অনলাইনে তাদের ক্লাস হচ্ছে। এমনকি পরীক্ষাগুলোও হচ্ছে অনলাইনে। অনলাইন ক্লাসে গড়ে মোট শিক্ষার্থীর অর্ধেক উপস্থিত থাকে। তবে সরাসরি ক্লাসে থেকে একজন শিক্ষার্...