Posts

Showing posts with the label শাহাবুদ্দিন ফারুকী: আবার ক’টা দিন ঘরে থাকি

শাহাবুদ্দিন ফারুকী: আবার ক’টা দিন ঘরে থাকি

Image
শাহাবুদ্দিন ফারুকী: লকডাউন, শাটডাউন নাকি সাধারণ ছুটি। কি নামে ডাকি তোমায়। তবে যে নামেই ডাকা হোক, আসল কথা বিধিনিষেধ। ১ তারিখ থেকে সেই বিধিনিষেধটা হবে প্রকৃত অর্থেই কঠোর। ভাবার কোন কারন নেই যে এ কঠোরতা মানুষের বিরুদ্ধে, বরং নিজেকে নিরাপদ রাখতেই এ কঠোর বিধিনিষেধ। নামে যতই কঠোর হোক, কাজটা খুবই সিম্পল। এ কঠোর বিধিনিষেধ পালন করতে আপনাকে কোন কঠোর পরিশ্রম করতে হবে না। কাজ শুধু একটাই। ঘরে থাকুন। তবে যারা দিন আনে দিন খায়, তাদের জন্য টানা কতদিন ঘরে থাকা সম্ভব, সেটি একটি কঠিন প্রশ্ন। এ কঠোর বিধিনিষেধে যেহেতু সব কিছু বন্ধ থাকবে, বাইরে গিয়েও কাজ পাওয়ার সম্ভবনা কতটুকু, সেটিও একটি কঠিন প্রশ্ন। তারপরও প্রতিদিনের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাটা যেহেতু অ্যালারমিং, আবার ক’টা দিন ঘরে থাকি। সাহস রাখি আর হাসি-খুশী থাকি। পারলে অভাবগ্রস্ত নিকটজনকে সাহায্য করি। The post শাহাবুদ্দিন ফারুকী: আবার ক’টা দিন ঘরে থাকি appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .