শালসা:দরবেশ বাবার কেরামতি!
শালসা: পাসপোর্ট অফিসে গেলাম একটা জরুরি পাসপোর্ট করার জন্য। জিজ্ঞেস করলাম, কতো দিন লাগবে? বললেন, সাধারণত ১২ দিনে পাওয়ার কথা। তবে এখন বই সংকট। ১ মাসও লাগতে পারে। মন খারাপ করে বাইরে চলে এলাম। অমনি এক দরবেশ বাবা ডাক দিলো, ‘হে বৎস, মন খারাপ করে কোথায় যাচ্ছিস? তোর কী লাগবে আমাকে বল।’ বললাম, বাবা আমার জরুরি পাসপোর্ট দরকার। কিন্তু তারা বলছে, ১ মাসও লাগতে পারে। হক মাওলা, দেখি তোর কাগজপত্রগুলো। তারপর দরবেশ বাবা আমার কাগজগুলো নিয়ে ফচাৎ করে ছিঁড়ে ফেললেন। তারপর নতুন ফরম দিয়ে বললেন, এটা পূরণ কর। বললাম, বাবা আমি তো অরিজিন্যাল কুমিল্লার রসমালাইয়ের মতো খাটি ফার্স্টক্লাস গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করে এনেছিলাম। এখন আবার গেজেটেড কর্মকর্তা পাবো কোথায়? বাবা বললেন, আমার চেয়ে বড় কর্মকর্তা আর কে আছেরে এই জগতে। তুই পূরণ কর। সত্যায়িত আমি করবো। ফরম পূরণ করে বাবার হাতে দিলাম। বাবা বললেন, হাদিয়া দিয়ে ছবি তুলে তুই যাগা। ঠিক ৪ দিন পর তোকে স্বপ্নে কল দেবো। এসে বই নিয়ে যাবি। বলেন কী বাবা, মাত্র ৪ দিন, এ কী করে সম্ভব! সত্যি করে বলেন বাবা, আপনি মানুষ নাকি জীবন্ত অলি! পাসপোর্ট অফিসের লোকজন বলে ১ মাস ল...