Posts

Showing posts with the label শনাক্ত ৩ লাখ ২৯ হাজার

ভারতে একদিনে করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্ত ৩ লাখ ২৯ হাজার

Image
করোনাভাইরাসে নাজেহাল অবস্থা ভারতের। দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩ হাজার ৮৭৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৩ লাখ ২৯ হাজার ৯৪২ জন। মঙ্গলবার (১১ মে) সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। এর আগের ২৪ ঘণ্টায় ভারতে ৩ হাজার ৭৫৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা যায় ও ৩ লাখ ৬৬ হাজার ১৬১ জনের করোনা শনাক্ত হয়। রোববারের তুলনায় সোমবারে আক্রান্ত কমলেও মৃত্যু বেড়েছে। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২৯ লাখ ৯২ হাজার ৫১৭ জনে। দেশটিতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৪৯ হাজার ৯৯২ জন। দেশটির হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলো এত সংখ্যক রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। হাসপাতালে শয্যার অভাব, অক্সিজেন-ওষুধের সঙ্কটে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ভারতে করোনায় আক্রান্তের তালিকায় শীর্ষে আছে মহারাষ্ট্র। এরপর তালিকায় আছে কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, রাজস্থান, ছত্রিশগড় এবং দিল্লি। বার্তাবাজার/নব