Posts

Showing posts with the label শওগাত আলী সাগর: জাস্টিন ট্রুডোর সোজাসাপ্টা বয়ান

শওগাত আলী সাগর: জাস্টিন ট্রুডোর সোজাসাপ্টা বয়ান

Image
শওগাত আলী সাগর : এই বিষয়ে রাজনীতিবিদদের মতামত দেয়া উচিৎ না‘- কথাটা বলতে একটুও সময় নেননি জাস্টিন ট্রুডো। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে প্রশ্ন করা হয়েছিলো- যারা প্রথম ডোজ হিসেবে অ্যাস্ট্রেজেনেকা নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ অন্য ভ্যাকসিন দেয়ার ব্যাপারে সরকারের পরিকল্পনা সম্পর্কে। তিনি স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, এটি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং স্বাস্থ্যকর্মকর্তারা দেখছেন। একদিন আগেই অন্টারিও এবং আলবার্টা প্রথম ডোজ হিসেবে অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন দেয়া স্থগিত করেছে। যাদের প্রথম ডোজ অ্যাষ্ট্রেজেনেকার ভ্যাকসিন দেয়া হয়েছে তাদের দ্বিতীয় ডোজের কি হবে এবং যুক্তরাজ্যে ভ্যাকসিনের ‘ম্যাচ অ্যান্ড মিক্সিং’ এর গবেষণার আলোচনার সূত্র ধরে প্রধানমন্ত্রীকে এই প্রশ্ন করাটা যৌক্তিক। কিন্তু ভ্যাকসিন বা স্বাস্থ্যবিধি বিষয়ে মতামত দেয়া রাজনীতিবিদদের এখতিয়ারের মধ্যে পরে না, প্রধানমন্ত্রীরও না- সেটি তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন। তবে তিনি তাঁর নিজের বিষয়ে কথা বলেছেন। জানিয়েেছেন, তার চিকিৎসক তাকে দ্বিতীয় ডোজ হিসেবে অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন নিতে পরামর্শ দিয়েছেন। ভ্যাকসিনটি অন্টারিওর স্বাস্থ্য বিভাগ নাগরিকদের প্রয়...