লুৎফর রহমান রিটন: বিদায় গীতিকার ফজল-এ-খোদা
লুৎফর রহমান রিটন: কালজয়ী গান ‘সালাম সালাম হাজার সালাম’-এর গীতিকার কবি ফজল-এ-খোদা আর নেই। ঢাকায় রবিবার ৪ জুলাই বাংলাদেশের সময় অনুযায়ী ভোর রাতে তিনি মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ করোনা আক্রান্ত হয়ে তিনি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ফজল-এ-খোদার সঙ্গে আমার এক জীবনের স্মৃতি। তাঁর মৃত্যুতে আমি শোকার্ত। আমাদের দুর্ভাগ্য বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা রাখা ঐতিহাসিক গানের গীতিকার হিশেবে তাঁকে আমরা প্রাপ্য মর্যাদা ও স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছি। তাঁর অবদানের কথা বিবেচনা করে তাঁকে কোনো একটি জাতীয় পুরস্কারও আমরা দিতে পারিনি। তিনি নিভৃতচারী ছিলেন। কেউ তাঁকে মনে রাখেননি। বিদায় হে কালজয়ী গীতিকবি। রাষ্ট্রীয় কোনো পদক না পেলেও বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে আপনি অধিষ্ঠিত হয়ে আছেন। আপনার নামটি মুছে ফেলা যাবে না। প্রজন্ম থেকে প্রজন্মে গীত হবে আপনার রচিত বাণীÑসালাম সালাম হাজার সালাম সকল শহিদ স্মরণে/আমার হৃদয় রেখে যেতে চাই তাঁদের স্মৃতির চরণে…। আপনাকেও হাজার সালাম অমর গীতিকার ফজল-এ-খোদা। শান্তিময় হোক আপনার অনন্তযাত্রা। লেখক : ছড়াকার The post লুৎফর রহমান রিটন: বিদায় গীতিকার ...