Posts

Showing posts with the label লাক্স তারকা মিম মানতাশার ‘বুড়া জামাই’ জাহিদ হাসান

লাক্স তারকা মিম মানতাশার ‘বুড়া জামাই’ জাহিদ হাসান

Image
মিম মানতাশা। এ প্রজন্মের একজন অভিনেত্রী৷ লাক্স তারকা হিসবে ক্যারিয়ার শুরু করে তিনি কাজ করে যাচ্ছেন নাটক-টেলিছবিতে৷ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি বেছে বেছে কাজ করেন৷ আসছে রোজা ঈদ উপলক্ষে কিছু নাটকে কাজ করেছেন তিনি৷ তারমধ্যে একটি নাটকে তাকে দেখা যাবে নন্দিত অভিনেতা জাহিদ হাসানের বিপরীতে৷ ঈদের ৭ পর্বের বিশেষ এ ধারাবাহিকের নাম ‘বুড়া জামাই-২’। জাহিদ হাসান গত বছর ঈদে বৈশাখী টিভিতে প্রচারিত বুড়া জামাই নাটকের সিক্যুয়েল এটি। বুড়া জামাই নাটকের বিপুল জনপ্রিয়তার কারণেই সিক্যুয়েলটি নির্মিত হয়েছে। টিপু আলম মিলনের গল্পে জাকির হোসেন উজ্জলের চিত্রনাট্যে নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন রোহান আহমেদ রুবেল ও হানিফ খান। ঈদের ৭ দিন রাত ৯টা ২০মিনিটে প্রচার হবে বৈশাখী টিভিতে। এ নাটকে জাহিদ হাসান, মিম ছাড়া আরও অভিনয় করেছেন আরফান, সাজু খাদেম, মানসী প্রকৃতি, শিরিন আলম প্রমুখ।