Posts

Showing posts with the label লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আহরণ ৪০ হাজার কোটি টাকা কম

লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আহরণ ৪০ হাজার কোটি টাকা কম

Image
ডেস্ক রিপোর্ট: চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আহরণে লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। কিন্তু করোনার ধাক্কায় আমদানি-রফতানি কমে যাওয়াসহ স্থানীয় উৎপাদন ও সরবরাহে স্থবিরতা নেমে আসে। এতে এনবিআরের রাজস্ব আহরণে ধস দেখা দেয়। এমন পরিস্থিতিতে লক্ষ্যমাত্রা ২৯ হাজার কোটি টাকা কমানো হয়। তবে সংশোধিত লক্ষ্যমাত্রা অনুযায়ীও চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) রাজস্ব আহরণে ঘাটতি রয়েছে ৪০ হাজার ৫৩৫ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয় ও এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে রাজস্ব আহরণের এমন বাস্তবতা মেনে নিয়ে আগামী বাজেটে এনবিআরের লক্ষ্যমাত্রা নতুন করে না বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী বাজেটেও এনবিআরকে ৩ লাখ ৩০ হাজার ৭৮ টাকার লক্ষ্যমাত্রা দেয়া হচ্ছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী এতে প্রাথমিক সম্মতিও দিয়েছেন। তবে করোনাকালে এ বিশাল লক্ষ্যমাত্রা অর্জনকেও বাজেটের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সংশ্লিষ্টরা। এনবিআর সূত্রে জানা গেছে, আগামী বাজেট প্রণয়‌নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এনবিআরের আয়কর থেকে শুরু করে ভ্যাট ও কাস্টমসের ট্যারিফ কেমন হবে তা এরই মধ্যে নির্ধারণ করেছে ...