Posts

Showing posts with the label লকডাউন শিথিলে ব্রিটেনে বেকারত্বের হার কমছে

লকডাউন শিথিলে ব্রিটেনে বেকারত্বের হার কমছে

Image
রাশিদ রিয়াজ : গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ব্রিটেনে বেকারত্বের হার ছিল ৪.৮ শতাংশ। কোভিড মোকাবেলায় টিকাদান কর্মসূচি বেশ সফল হওয়ার পর এপ্রিল থেকে বাড়তে শুরু করে নিয়োগ। লকডাউনের কড়াকড়ি কমে যাওয়ায় নতুন করে কর্মী নিয়োগ দিতে শুরু করেছেন দেশটির নিয়োগকর্তারা। রয়টার্সের জরিপ বলছে, ব্রিটেনে বেকারত্বের হার ৪.৯ শতাংশে স্থির হতে পারে। বরং ইউরোপের ২৭টি দেশে ছুটি কাটাতে ব্রিটেনের নাগরিকরা যেতে শুরু করায় অর্থনীতি আরো সচল হয়ে উঠছে। করোনাভাইরাস মহামারির কারণে শ্রম বাজারে যে অস্থিরতার আশঙ্কা করা হচ্ছিল, ব্রিটেন তা থেকে বেরিয়ে আসছে। সরকারের প্রয়োজনীয় ভর্তুকির কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। গত বছর প্রথম লকডাউনের সময় বেকারত্বের উচ্চহারের মত এবারও লকডাউনেও একই ধরন দেখা যায়। পুরুষের মধ্যে বেকারত্বের হার রেকর্ড করে এবার। শ্রম বাজার মূলত সরকারের বাধানিষেধ শেষ হওয়ার অপেক্ষায় ছিল। একই সঙ্গে টিকাদান কর্মসূচিতে ব্রিটিশ নাগরিকরা সাবলীলভাবে সাড়া দেওয়ার কারণে সরকারের পক্ষে লকডাউন শিথিল করা সম্ভব হচ্ছে। কেপিএমজি ইউকে’র প্রধান অর্থনীতিবিদ ইয়ায়েল সেলফিন বলেন, অর্থনীতি যেহেতু পুরোদমে খুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, স্বাভা...