Posts

Showing posts with the label র‌্যাবের অভিযানে ৩ ছিনতাইকারী আটক

র‌্যাবের অভিযানে ৩ ছিনতাইকারী আটক

Image
সুজন কৈরী: ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় শনিবার দুপুরে অভিযান চালিয়ে ৩ জন ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-১০। তারা হলেন- আরিফ (২৪), ফরহাদ (২২) ও সোহাগ (২৪)। র‌্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানকালে আটকদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৩টি চাকু ও ৩টি ব্লেড ও ২টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা বেশ কিছুদিন ধরে কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইলসহ মূল্যবান সম্পদ ছিনতাই করছিলেন। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ছিনতাই মামলা দায়ের করা হয়েছে।   The post র‌্যাবের অভিযানে ৩ ছিনতাইকারী আটক appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .