Posts

Showing posts with the label রৌমারী-চিলমারী নৌ রুটে যাত্রী পারাপারে দ্বিগুণ ভাড়া আদায়

রৌমারী-চিলমারী নৌ রুটে যাত্রী পারাপারে দ্বিগুণ ভাড়া আদায়

Image
কুড়িগ্রামের রৌমারী-চিলমারী নৌ-রুটে যাত্রী পারাপারে দ্বি-গুণ ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। করোনাকালীন সময়ে কোনো প্রকার স্বাস্থ্যবিধি ও নিয়মনীতির তোয়াক্কা না করে একদিকে বহন করা হচ্ছে অধিক যাত্রী। অন্যদিকে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। এ নিয়ে সাধারণ যাত্রী ও ভাড়া আদায়কারীদের মধ্যে প্রায়ই ঘটছে বাগবিতন্ডাসহ হাতাহাতির ঘটনা। বিভিন্ন মহলে অভিযোগ করেও প্রতিকার না পাওয়ার অভিযোগ সাধারণ যাত্রীদের। সরেজমিন ঘুরে দেখা গেছে, রৌমারী-চিলমারী নৌ-রুটের ফলুয়ারচর নামক নৌকা ঘাট থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী নৌকায় গাঁদাগাদি করে যাত্রী নেওয়া হয়েছে। মানা হয়নি স্বাস্থ্যবিধি। এসময় নৌকার যাত্রী সুজাউল ইসলাম সুজাসহ অনেকে বলেন, যাত্রীরা অভিযোগ করে বলেন, করোনাকালীন সময়ে সরকার নানা বিধি নিষেধ আরোপ করলেও তাতে কোনো কর্ণপাত করছেন না নৌকার মালিক ও ইজারাদাররা। মালিক ও ইজারাদাররা তাদের ইচ্ছা মাফিক যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। করোনার আগে রৌমারী-চিলমারী নৌ রুটে প্রতিজনের ভাড়া ছিল ৭০টাকা এবং মোটরসাইকেল পরিবহণে ভাড়া ৫০টাকা। লকডাউনের এ সময়ে প্রতিজন যাত্রীর কাছ থেকে ১৫০-২৫০টাকা এবং প্রতি মোটরসাইকেল প্রতি ১৫০-২...