Posts

Showing posts with the label রোজা রেখে কৃষকের জমির ধান কেটে দিল ছাত্রলীগ

রোজা রেখে কৃষকের জমির ধান কেটে দিল ছাত্রলীগ

Image
ফরিদপুরের আলফাডাঙ্গায় রোজা রেখে কৃষকের জমির ধান কেটে দিয়েছে ছাত্রলীগ। বুধবার (৫ মে) সকালে পৌর শহরের নওয়াপাড়া গ্রামের কৃষক হাবিবুর শেখের ৫৪ শতাংশ জমির ধান কেটে দেন নেতাকর্মীরা। পরে ওই ধান কৃষকের বাড়িতেও পৌঁছে দেন তারা। ধান কাটা কর্মসূচিতে অংশ নেন, উপজেলা ছাত্রলীগ নেতা নওফেল আহমেদ, মো. আসাদুজ্জামান, ইজাজ আহমেদ শুভ, এম এন সাকিব ইসলাম, ইস্রাফিল ফকির, সাব্বির আহমেদ, শেখ মেহেদী, নাঈম মিয়া, আব্দুল্লাহ শেখ, রিপন হোসেন অনু, মোস্তাফিজুর রহমান সানি প্রমুখ। এসময় আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশীদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক মো. ফাহিম আহমেদের সার্বিক নির্দেশনায় আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা রোজা রেখে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেন। দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় কৃষকের পাশে দাঁড়াতে পেরে তারা আনন্দিত। কৃষক হাবিবুর শেখ বলেন, ‘শ্রমিক সংকটের কারণে আমি জমির ধান কাটতে পারছিলাম না। এ নিয়ে বেশ চিন্তায় ছিলাম। ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে আমার বাড়ি ...