Posts

Showing posts with the label রিস্ক নিতে চাইছিলাম না: ইলিয়ানা ডি’ক্রুজ

রিস্ক নিতে চাইছিলাম না: ইলিয়ানা ডি’ক্রুজ

Image
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ ইলিয়ানা ডি’ক্রুজ। ২০১২ সালে বলিউডে পা রাখেন তিনি। অনুরাগ বসু পরিচালিত বর্ফীতে ইলিয়ানার সঙ্গে ছিলেন রণবীর কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন হলেও দক্ষিণে তিনি ততদিন নামী তারকা। দেবাদাসু, পোকিরি, কিক এবং নানবানের মতো ছবি তার ঝুলিতে। এক দশকেরও বেশি সময় চলচ্চিত্র জগতে সক্রিয় হলেও, দক্ষিণের ছবির তুলনায় হিন্দি ছবির সংখ্যা হাতে গোনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইলিয়ানা জানালেন, ‘আমার মনে হয় আমি নিজের সম্পর্কে খুব একটা নিশ্চিত ছিলাম না। ভুল করে ফেলব এমনটাই বার বার মনে হতো। কোনো একটা ভুল ছবি আমার বলিউডের ক্যারিয়ার নষ্ট করে দিতে পারে এই আশঙ্কায় ভুগছিলাম। ইলিয়ানা ডি’ক্রুজ একই সঙ্গে দক্ষিণে যেভাবে আমার ব্যস্ততা বাড়ছিল, সেই মুহূর্তে বলিউড নিয়ে সিরিয়াসলি কিছু ভাবিনি। শুধু কাজ করে গেছি। দক্ষিণে অসংখ্য ছবি করেছি। বহু ছবি যেমন বক্স অফিসে হিট হয়েছে, তেমনই আবার বহু ছবি মুখ থুবড়েও পড়েছে। কিন্তু এই রিস্কটা বলিউডে আমি নিতে চাইছিলাম না। এখানে কোনো ছবি মুখ থুবড়ে পড়তে পারে এই আশঙ্কা থেকেই কিছুটা দূরে থাকছিলাম। বলিউডে ইলিয়ানা ডি’ক্রুজকে শেষ...