Posts

Showing posts with the label রাশেদা রওনক খান: বেকারত্বের প্রণোদনা : আর্থিক নয়

রাশেদা রওনক খান: বেকারত্বের প্রণোদনা : আর্থিক নয়, যোগ্যতা প্রমাণের!

Image
রাশেদা রওনক খান : সরকার করোনা মোকাবেলায় বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা স্থিতিশীল রাখতে বিভিন্ন খাতে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। অনেকেই প্রণোদনা পাওয়ার জন্য বিভিন্নভাবে দাবি করে যাচ্ছে এবং তা সবই আর্থিক প্রণোদনা। এবারই একটা প্রণোদনার আবেদন দেখলাম, যা তারা টাকার অংকে চায়নি, চেয়েছে যোগ্যতা প্রমাণের জন্য দুটো বছর! শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের এই আবেদন দেখে অভিভূত হয়েছি, গর্ববোধ করছি যে, তারা নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য সময় চেয়েছে, অর্থ নয়। আশা করছি রাষ্ট্র বিষয়টির গুরুত্ব অনুধাবন করবে। শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন সময় একটাই কথা বলি, নিজেকে যোগ্য করে তোলো, দেখবে চাকরির বাজার তোমাকে খুঁজছে। কারণ আমাদের শিক্ষার্থীরা চাকরির বাজারে ঢুকতে পারছে না কেন, কোথায় চাকরির বাজার আর যোগ্যতার মাঝে বিরোধ ঘটছে, চাকরি পাবার পর প্রতিষ্ঠান কীভাবে তাদের যোগ্যতাকে মাপছে, এসবই বিভিন্নভাবে আমাদের কাছে তথ্য আকারে  চলে আসে। কারণ চাকরিদাতাদের সঙ্গে অনেক সময় আমাদের কথা বলতে হয় শিক্ষার্থীদের চাকরি পাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে, সেখানেই আলাপচারিতায় একটা বিষয় স্পষ্ট যে, যোগ্য প্রার্থীকে পাওয়ার জন্য তারা অনেক সময় বসে...