Posts

Showing posts with the label রাতিন রহমান: আবু ত্ব-হা ফ্যানরা মূলত ‘কনস্পিরেসি থিওরিস্ট’

রাতিন রহমান: আবু ত্ব-হা ফ্যানরা মূলত ‘কনস্পিরেসি থিওরিস্ট’

Image
রাতিন রহমান: আবু ত্ব-হা ফ্যানরা মূলত কনস্পিরেসি থিয়রিস্ট। ষড়যন্ত্র ছাড়া সরল কোনো ব্যাখা তাদের ভালোই লাগে না! ‘র’ এবং ‘মোসাদ’-এর ষড়যন্ত্রে সরকারের সহযোগিতায় ত্ব-হা গুম হয়েছেন, এটা তাদের কাছে খুব প্রিয় তত্ত্ব ছিলো। খুব মেতেছিলো তারা এই নিয়ে। কিন্তু তাদের এই আনন্দের বাড়া ভাতে ছাই দিতে প্রথম শ্বশুরবাড়িতে সম্পূর্ণ সুস্থ সবল অবস্থায় উদয় হন ত্ব-হা! শুধু তাই না, উনি এলাকাবাসী যাদের সাথেই দেখা হয়েছে, সবার সাথেই হেসে হেসে কুশল বিনিময় করেছেন। তারপর যখন তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তিনি সরলভাবে বলে দিয়েছেন যে দুই বউয়ের ক্যাচালে অতিষ্ঠ হয়ে একটু শান্তির আশায় উনি উনার এক বন্ধুর বাড়িতে লুকিয়ে ছিলেন। যথারীতি এই ‘সরল’ ব্যাখ্যা তো জাত কনস্পিরেসি থিয়রিস্ট ত্ব-হা ফ্যানদের পছন্দ হবার কথা না। তারা এটাকে ‘দুর্বল স্ক্রিপ্ট’ ইত্যাদি বলার চেষ্টা করলো। ত্ব-হার সাথে থাকা লোকজন এই সরল ব্যাখা সাপোর্ট করার কারণ হিসাবে দাবি করলো তাদের হয় ‘ব্যাপক ভয় দেখানো হয়েছে’ নয়তো ‘ব্রেইনওয়াশ’ করা হয়েছে। খুবই যুক্তিসংগত কনস্পিরেসি থিয়রি। কিন্তু এতোগুলা লোক কতোদিন ভয়ে ভয়ে থাকবে? সরকারের (সেই সাথে ‘র’ আর ‘মোসাদ’রও) কি ভয়...