Posts

Showing posts with the label রাজনীতি

সন্ধ্যায় গণভবনে বসছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা

Image
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আজ। সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। কার্যনির্বাহী সংসদের একজন সদস্য জানান, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এ বৈঠকে কেন্দ্রীয় নেতাদের কিছু সুনির্দিষ্ট বিষয়ে ‘গাইডলাইন’ দেবেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে রয়েছে দলের ২১তম জাতীয় সম্মেলনের সময় নির্ধারণ ও প্রয়োজনীয় প্রস্তুতি শুরু, ছাত্রলীগের দুই নেতার ব্যাপারে সিদ্ধান্ত, মেয়াদোত্তীর্ণ দলের সহযোগী সংগঠনের সম্মেলন, উপজেলায় বিদ্রোহীদের চিঠির পর এবার নৌকাবিরোধী এমপি-মন্ত্রীদের ব্যাপারে করণীয়। তিনি জানান, কেন্দ্রের আগে জেলা  উপজেলার সম্মেলন ও কোন্দল নিরসনে কেন্দ্রীয় নেতাদের জেলা সফরের ব্যাপারে সিদ্ধান্ত। এ ছাড়া আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি নির্বাচনে দলীয় প্রার্থী নিয়েও আলোচনা হতে পারে। দলীয় সূত্রমতে, ২৩ অক্ট...

সাবেক মন্ত্রী সৈয়দ মহসীন আলীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

Image
জুমবাংলা ডেস্ক : আজ শনিবার সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলীর চতুর্থ মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচির পালন করবে সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশন, জেলা আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠন ও তার পরিবার। সৈয়দ মহসীন আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় মরহুমের করবে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এছাড়া মৌলভীবাজার শহরের বেরিরপারস্থ মহসীন আলীর বাস ভবনে স্মরণসভা, কোরআন খতম, মিলাদ, দোয়া, খাদ্য বিতরণ ও এতিমদের খাবার বিতরণ করা হবে বলে জানান প্রয়াত মন্ত্রীর মেঝো মেয়ে ও সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন। জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ মহসীন আলী ২০১৫ সালের এই দিনে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সৈয়দ মহসীন আলীর বাবার নাম সৈয়দ শরাফ আলী। সৈয়দ মহসীন আলীর মায়ের নাম আছকিরুনন্নেছা খানম। ১৯৪৮ সালের ১২ই ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন। ৫ ভাইদের মধ্যে তিনি ছিলেন সবার বড়। মৌলভীবাজার মহকুমার রেডক্রিসেন্ট সোসাইটিতে তিনি ১৯৭৬ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত...

টোল দিতে গাড়ি থামানো লাগবে না পদ্মা সেতুতে

Image
জুমবাংলা ডেস্ক : দুর্বার গতিতে এগিয়ে চলছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু। আর এই সেতুতে থাকছে সব রকম আধুনিক সুযোগ সুবিধা। এবার জানা গেলে টোল দিতে গাড়ি থামানো লাগবে না পদ্মা সেতুতে। টোল আদায়ে ইলেকট্রনিক পদ্ধতি থাকায় বুথে থামাতে হবে না কোনো গাড়ি। অত্যাধুনিক ট্রাফিক ইনফরমেন অ্যাপ্লিকেশন সিস্টেম চালু করার ফলে স্বয়ংক্রিয়ভাবে মোবাইলে জানা যাবে যানবাহনের অবস্থান। এমন সব সুবধিাসহ পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ এবং টোল আদায়ে কোরিয়ান এক্সপ্রেসওয়ে করপোরেশনের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে সেতু কর্তৃপক্ষ। তাছাড়া, কোম্পানিটি অত্যাধুনিক প্রযুক্তির ট্রাফিক ইনফরমেশন এপলিকেশন চালু করবে। এ পদ্ধতিতে প্রতি মুহূর্তে সড়ক, সেতু বা এর আওতাধীন অন্য যে কোন অবস্থানের বিদ্যমান যানবাহন সংক্রান্ত তথ্যাদি স্বয়ংক্রিয়ভাবে মোবাইল, বেতার বা অন্য কোন ডিভাইসের মাধ্যমে জানা যাবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষসহ টোল আদায় করে এ ধরণের সংস্থাসমূহের জনবলকে প্রশিক্ষিত করবে তারা। The post টোল দিতে গাড়ি থামানো লাগবে না পদ্মা সেতুতে appeared first on Zoom Bangla News .