সন্ধ্যায় গণভবনে বসছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আজ। সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। কার্যনির্বাহী সংসদের একজন সদস্য জানান, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এ বৈঠকে কেন্দ্রীয় নেতাদের কিছু সুনির্দিষ্ট বিষয়ে ‘গাইডলাইন’ দেবেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে রয়েছে দলের ২১তম জাতীয় সম্মেলনের সময় নির্ধারণ ও প্রয়োজনীয় প্রস্তুতি শুরু, ছাত্রলীগের দুই নেতার ব্যাপারে সিদ্ধান্ত, মেয়াদোত্তীর্ণ দলের সহযোগী সংগঠনের সম্মেলন, উপজেলায় বিদ্রোহীদের চিঠির পর এবার নৌকাবিরোধী এমপি-মন্ত্রীদের ব্যাপারে করণীয়। তিনি জানান, কেন্দ্রের আগে জেলা উপজেলার সম্মেলন ও কোন্দল নিরসনে কেন্দ্রীয় নেতাদের জেলা সফরের ব্যাপারে সিদ্ধান্ত। এ ছাড়া আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি নির্বাচনে দলীয় প্রার্থী নিয়েও আলোচনা হতে পারে। দলীয় সূত্রমতে, ২৩ অক্ট...