Posts

Showing posts with the label রাজধানীর মগবাজারে বিস্ফোরণ ঘটনায় ৬০ জনের বেশি আহত: ফায়ার ডিজি

রাজধানীর মগবাজারে বিস্ফোরণ ঘটনায় ৬০ জনের বেশি আহত: ফায়ার ডিজি

Image
সুজন কৈরী: মগবাজার ওয়ারলেস এলাকায় ঘটে যাওয়া বিস্ফোরণে ৬০ জনের বেশি আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন। কিভাবে এমন ঘটনা ঘটেছে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন আগামী সাত কার্যদিবসের মধ্যে দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এর মহাপরিচালক সাজ্জাদ হোসাইন বলেন, ৭টা ৩৪ মিনিটে আমরা খবর পাই। আমাদের টিম এখানে আসে। এটি একটি তিন তলা বিল্ডিং। এর নিচতলায় ফাস্টফুডের দোকান, দ্বিতীয় তলায় সিঙ্গারের একটি গোডাউন ছিল। বিস্ফোরণের কারণটা আসলে কি তা প্রাথমিকভাবে এখনো জানা যায়নি। বিস্ফোরণের কারণ জানতে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। ভবনটি আগে থেকেই ঝুকিপূর্ণ ছিল কিনা এবং ঘটনাটি কোনো ধরনের নাশকতা কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক জানান, তদন্ত শেষে এ বিষয়ে জানানো হবে। তিনি বলেন, ‘আমরা কোন বড় এভিডেন্স পাইনি। আমারা ধারণা করছি, গ্যাস বা এ জাতীয় কোনো কিছুর মাধ্যমে বিস্ফোরণ ঘটতে পারে। আমরা পরীক্ষা করছি। আসলে এখানে কি ঘটেছিল তদন্ত করার পরে আমর...