রাজধানীতে চাঁদাবাজরা যেনো ধরা ছোঁয়ার বাইরে, পুলিশী অভিযান অব্যাহত
ইনকিলাব: করোনা মহামারির মধ্যেও থেমে নেই রাজধানীর ফুটপাথের চাঁদাবাজরা। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত কয়েক কোটি টাকার চাঁদা আদায় করা হয়। ‘লাইনম্যানদের’ মাধ্যমে তোলা চাঁদার এ টাকা যাচ্ছে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, কিছু দুর্নীতিবাজ পুলিশ এবং ধরাছোঁয়ার বাইরে থাকা গডফাদারদের পকেটে। গবেষণার তথ্য মতে, অবৈধ এ টাকার জোরেই ফুটপাথ কখনোই পুরোপুরি হকারমুক্ত হয় না। অনুসন্ধানেও এমন তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানে জানা গেছে, গুলিস্তান, মতিঝিল এলাকাসহ রাজধানীর প্রতিটি এলাকার ফুটপাথের হকারদের তদারকি করার জন্য পুলিশ লাইনম্যান নামধারী একশ্রেণির দালাল নিয়োগ করে থাকে। এসব দালাল আবার প্রভাবশালী নেতাদের আশীর্বাদপুষ্ট। এই দালালরাই সরকারি রাস্তা ‘ভাড়া’ দিয়ে মাসে হাতিয়ে নিচ্ছে কয়েক কোটি টাকা। জানা যায়, রাজধানীর পল্টনে বাসসের সামনের ফুটপাথের চাঁদা আদায় করেন আদালত থেকে নিষিদ্ধ হকার্স সংগঠনের সভাপতি আবুল হাসেম কবির ও তার সহযোগী মুকিদুল ইসলাম শিমুল, হযরত আলী ও সেকেন্দার হায়াত। পল্টন থানার পুলিশের ক্যাশিয়ার পরিচয়কারী বায়তুল মোকাররম পূর্ব গেটে বন্ধ রাস্তায় হকার্সদের কাছ থেকে চাঁদা আদায় করেন দুলাল, সেকেন্দার হায়...