Posts

Showing posts with the label যে নায়কের হাত ধরে নায়িকা হওয়ার অজানা গল্প জানালেন অঞ্জনা

যে নায়কের হাত ধরে নায়িকা হওয়ার অজানা গল্প জানালেন অঞ্জনা

Image
সোনালি দিনের নায়িকা অঞ্জনা। পারিবারিক নাম অঞ্জনা রহমান। ১৯৭৬ সালে তার প্রথম চলচ্চিত্র ‘দস্যু বনহুর’ মুক্তি পায়৷ এ ছবিতে তিনি ড্যাশিং হিরোখ্যাত সোহেল রানার নায়িকা হিসেবে অভিনয় করেন৷ এর আগে থেকেই অঞ্জনা নাচের শিল্পী হিসেবে দেশে বিদেশে সুনাম অর্জন করেন৷ তার নৃত্যশিল্পী খ্যাতি দেখেই তাকে সিনেমায় নিয়ে আসেন সোহেল রানা৷ এরপর দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন৷ প্রায় ৩০টি সিনেমায় নায়িকা হয়েছেন নায়ক রাজ রাজ্জাকের বিপরীতে৷ এছাড়াও তিনি অভিনয় করেছেন আলমগীর, জসিম, বুলবুল আহমেদ, জাফর ইকবাল, ওয়াসিম, উজ্জ্বল, ফারুক, ইলিয়াস জাভেদ , মিঠুন চক্রবর্তী, (ভারত) ইলিয়াস কাঞ্চন, সোহেল চৌধুরী , রুবেল, সুব্রত বড়ুয়া, মান্না, ফয়সাল, (পাকিস্তান), নাদিম, (পাকিস্তান) জাভেদ শেখ (পাকিস্তান), ইসমাইল শাহ,(পাকিস্তান), শীবশ্রেষ্ঠ, (নেপাল), ভূবন কেসি (নেপাল) প্রমুখ নায়কদের বিপরীতে৷ যা বাংলাদেশি কোনো অভিনেত্রীর ক্যারিয়ারে বিরল সাফল্য। নাচ ও অভিনয়ে আন্তর্জাতিকভাবেও ব্যাপক প্রশংসিত অঞ্জনা বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে গত ২৯ এপ্রিল দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে৷ সেখানে জানিয়েছেন সোহেল রানার...