অক্সিজেন বা বেড, যে কোন বিপদে পাশে আছেন মিমি
করোনার দ্বিতীয় ঢেউ কাঁপিয়ে দিচ্ছে ভারতকে, সেই ঢেউ আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গ রাজ্যেও। অক্সিজেন নেই, হাসপাতালে বেড নেই, হন্যে হয়ে ঘুরছে মানুষ। এমতাবস্থায় করোনায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়ালেন চিত্রনায়িকা ও যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। আনন্দবাজার পত্রিকার খবর, ক;রোনায় আক্রা;ন্ত হয়ে পশ্চিমবঙ্গে দৈনিক মৃ;;ত্যু;র সংখ্যা প্রায় ১০০ জনের কাছাকাছি পৌঁছেছে। শুক্রবা;র রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ৯৬ জন কোভি;ড রোগীর মৃ;ত্যু; হয়েছে, যা দৈনিক মৃ;ত্যু;র নিরিখে দ্বিতীয় সর্বোচ্চ। কলকা;তায় একদিনে মারা গেছে ২৮ জন। নতুন করে আ;ক্রা;ন্তের সংখ্যাও ফের ১৭ হাজারের গণ্ডি পেরিয়েছে। শুক্রবার রাতে যাদবপুরবাসীদের জন্য তৃণমূলের সাংসদ ও নায়িকা মিমি চক্রবর্তী চালু করলেন বিশেষ সাহায্যকারী নম্বর। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন একাধিক চিকিৎসকের নম্বর, যাঁরা বাড়িতে নিভৃ;তবাসে থাকা করোনা রোগীদের পরামর্শ দেবেন মুঠোফোনে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লাইভে এসে মিমি বলেন, ‘বেড, অক্সিজেন ও ওষুধের জন্য আমরা ব্যবস্থা করব। ফোন করুন হেল্প লাইন নম্বরে। ৭৬৮৮০-১২৮১১ এটা হলো আমাদের হেল্প লাইন নম্...