Posts

Showing posts with the label যাচাই-বাছাই করে দ্রুত সিদ্ধান্ত: আইনমন্ত্রী

খালেদা জিয়ার আবেদন পেয়েছি, যাচাই-বাছাই করে দ্রুত সিদ্ধান্ত: আইনমন্ত্রী

Image
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দিতে বিদেশে নেওয়ার জন্য আবেদন আইন মন্ত্রণালয়ে। মানবিক দিক বিবেচনা করে যাচাই-বাছাই করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (৬ মে) সকালে গণমাধ্যমকে এ কথা জানান আইনমন্ত্রী। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার বিষয়ে আবেদন পেয়েছি। সেই আবেদন আইন মন্ত্রণালয়ে এসেছে। মানবিক দিক বিবেচনা করে যাচাই-বাছাই করে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবেদনটি পাওয়ার পর খালেদা জিয়ার চিকিৎসার জন‌্য বিদেশ যাওয়ার বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। পর্যালোচনা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে মতামত পাঠানো হবে। সেখান থেকে এটা যাবে প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এর আগে বুধবার (৫ মে) রাত সাড়ে ৮টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাসায় গিয়ে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে লিখিত আবেদন করেন তার ছোট ভাই শামীম এস্কান্দার। এই আবেদনটি ৫ মে রা‌তেই আইন মন্ত্রণালয়ে পাঠানো হয় বলে...