মোবাইল ছিনিয়ে নিয়ে নামাজ পড়তে বলায় মেয়ের আত্মহত্যা
মানিকগঞ্জের সিংগাইরে মেয়ের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়ায় মায়ের সাথে অভিমান করে শাহাজাদী আক্তার(১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার(৯ মে) দিনগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলাম নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহাজাদী আক্তার ওই এলাকার মো. জীবন হোসেনের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, শবে কদরের নামাজ না পড়ে শাহাজাদী মোবাইল চালাইতেছিল। মা রাগ করে মোবাইল ছিনিয়ে নিয়ে এশা ও শবে কদরের নামাজ পড়তে বলে। এতে মেয়ে মায়ের ওপর রেগে গিয়ে অভিমান করে পরিবারের অজান্তে বসত ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ফাঁস নেয়। বাড়ির লোকজন বেশ কিছুক্ষন পর না পেয়ে ডাকাডাকি করে। কোন সারা শব্দ না পেয়ে দরজা ভেঁঙ্গে ঘরে প্রবেশ করে। ততক্ষণে তার মৃত্য হয়। এ ব্যাপারে সিংগাইর থানার ওসি (তদন্ত) আবুল কালাম পিপিএম বলেন- খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। মিলন মাহমুদ/বার্তাবাজার/পি