মেয়েকে কী শেখাচ্ছেন ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ
অনলাইন ডেস্ক : ফেসবুকে আজ শুক্রবার একটি ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। ল্যাপটপের পর্দায় গভীর মনোযোগে কিছু করার চেষ্টা করছে তাঁর দুই মেয়ের একজন। ছবিতে মুখ দেখা যাচ্ছে না, সম্ভবত বড় মেয়ে ম্যাক্সিমা। প্রথম আলো জাকারবার্গের শিরোনাম থেকে বোঝা গেল, এই পাঁচ বছর বয়সেই ম্যাক্সকে কোডিং শেখানোর চেষ্টা করছেন তিনি। লিখেছেন, ‘শিশুদের কোড (প্রোগ্রামিং সংকেত) করতে শেখানোর জন্য কানো চমৎকার।’ খানিকটা গুগল করতেই কানোর আদ্যোপান্ত মিলল। সব বয়সীদের কথা লিখলেও মূলত শিশুদের প্রযুক্তিজ্ঞানের হাতেখড়ি দেওয়া যায় কানোর সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মাধ্যমে। ছবিতে জাকারবার্গ কানোর সফটওয়্যারের মাধ্যমে ম্যাক্সকে সহজে কোডিংয়ের প্রাথমিক ধারণা দিচ্ছিলেন। কোডিং বলতে আমরা যেমন প্রোগ্রামিংয়ের হিজিবিজি ভাষা বুঝি, কানো তেমন নয়। এতে শেখানো হয় ড্র্যাগ অ্যান্ড ড্রপ পদ্ধতিতে। অর্থাৎ কোনো কমান্ড টেনে এনে একের পর এক সাজানোর মাধ্যমে। ব্যাপারটা সহজ বলেই শিশুরা মনোযোগ ধরে রাখতে পারে, কাজটা আনন্দের সঙ্গে করে। কানোর কাজের ধরন বোঝাতে সহজ একটা উদাহরণ দেওয়া যেতে পারে। মনে করুন আপনি...