Posts

Showing posts with the label মৃত্যু এখনও ৪ হাজারের বেশি

[১]২৪ ঘণ্টায় ভারতে কমেছে সংক্রমণ, মৃত্যু এখনও ৪ হাজারের বেশি

Image
সুমাইয়া ঐশী: [২] রোববার গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ১১ হাজার ১৭০ ]ন। শনিবার এ সংখ্যা ছিলো ৩ লাখ ২৬ হাজার। একদিনে সংক্রমণের সংখ্যা কমলেও মৃত্যুর সংখ্যা এখনও ৪ হাজারের ঘরে ওঠানামা করছে। শনিবার যদিও এ সংখ্যা কমে ৩ হাজারে নেমেছিলো। তবে, রোববার একদিনে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৭৭। এনডিটিভি, আনন্দবাজার, দ্য হিন্দু [৩] ভারতে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৭৭, অন্যদিকে এখন পর্যন্ত দেশটিতে মোট ২ লাখ ৭০ হাজার ২৮৬ জনের প্রাণ কেড়েছে এই ভাইরাস। [৪] গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ লাখ ৩২ হাজার ৯৫০টি। এনিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩১ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ১৪৩ জনের। ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমণের হার ১৬.৯৮ শতাংশ, মোট সংক্রমণের হার ৭.৮৬ শতাংশ। [৫] একই সঙ্গে দেশটিতে ভ্যাকসিনেশনও চলছে সমান গতিতে। গত ২৪ ঘণ্টায় ১৭ লাখ ৬২ হাজার ৫৮৬ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এখন পর্যন্ত মোট ভ্যাকসিন পেয়েছেন ১৮ কোটি ২২ লাখ ২০ হাজার ১৬৪ জন। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল