মুক্তি পাচ্ছে না নতুন ছবি
ইমরুল শাহেদ: প্রযোজক পরিবেশক সমিতি সূত্রে জানা গেছে, মুক্তির জন্য অনেকগুলো ছবির আবেদনপত্র সমিতিতে জমা পড়ে থাকলেও কেউ এ সময়ে ছবি মুক্তি দিতে সম্মত নন। গেল ঈদে অমি বনি কথাচিত্রের ‘সৌভাগ্য’ ছবিটি মুক্তি পায়। ছবিটি কেমন ব্যবসা করে এবং দর্শক প্রতিক্রিয়া কেমন হয় সবাই সেটা দেখার অপেক্ষায় ছিলেন। তাদের দেখায় সৌভাগ্যের ফল সন্তোষজনক নয়। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো এ ছবিটি নির্মিত হয়েছে প্রায় এক দশক আগে। নানা কারণে ছবিটি মুক্তি পায়নি। কিন্তু সৌভাগ্য মুক্তি পাওয়ার পর কিছু প্রশাসনিক জটিলতাও সৃষ্টি হয়। সিনেমা হল চলতে আইনগত বাধা না থাকলেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলে দেশের বিভিন্ন জেলায় প্রায় ১৫টি সিনেমা হলের শো বন্ধ করে দেওয়া হয়। এ তথ্য জানিয়েছে প্রদর্শক সমিতি। ঢাকা মহানগরেই বন্ধ করে দেওয়া হয়েছে চিত্রামহল ও আজাদ সিনেমা হল। সমিতি সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে ১১৫টি সিনেমা হল চালু করা হয়েছিল। সমিতির প্রধান উপেদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেছেন, প্রথমেই বন্ধ করা হয় সিলেটের নন্দিতা সিনেমা হল। তারপর বন্ধ করা হয় দিনাজপুরের একটি সিনেমা হল। এভাবে ১৫টি সিনেমা হল স্থানীয় থানা বা ইউএনরা বন্ধ করে দেন। তিন...