মাহবুবুর রহমান: শর্তহীন ভালবাসা ও ত্যাগ
মাহবুবুর রহমান, ডেনমার্ক থেকে : আব্বা হচ্ছে স্নেহচ্ছায়া বটবৃক্ষের মতো,যিনি আমাদের পরিবারের ভালোর জন্য নিদ্বিধায় সবকিছুই ত্যাগ করতে পারতেন।যে আব্বার কারনে এই পৃথিবীর রুপ-রং ও আলোর দর্শন পেয়েছি আমরা।আব্বা আমাদের শিখিয়েছেন এই কঠিন প্রতিযোগিতার পৃথিবীতে কিভাবে মাথা উচুঁ করে টিকে থাকতে হয়। আব্বা আজ আমাদের মাঝে নাই।এখন বটবৃক্ষের ছায়ার মতো আমাদের পরিবারের পার্শ্বে দাঁড়ানোর কেউ নেই। তবুও আব্বা আমাদের সংগে থাকেন প্রতিমুর্হুতে প্রতিক্ষণে আমাদের অনুভবে ও বিশ্বাসে।আমার কাছে আমার আব্বা পৃথিবীর শ্রেষ্ট একজন মানুষ ছিলেন,কারন তিনি ছিলেন অত্যান্ত ভাল মানুষ ও আর্দশবান ব্যক্তি । আব্বার সততার শক্তি আর ভালবাসা এখনও আমাদের একান্নবর্তী পরিবারকে একসাথে রেখেছে এবং কানায়-কানায় ভরিয়ে রেখেছে সুখ ও সমৃদ্ধি দিয়ে। আদি ফ্যাশনের যুগে আমার আব্বা চিন্তা চেতনায় ছিলেন আধুনিক ও কঠোর পরিশ্রমী ও সংগ্রামী একজন মানুষ।আমরা ৬ ভাই ও ৪ বোনের সংসার,অতি সাধারন ভাবে মধ্যবিত্ত পরিবারের বেড়ে উঠেছি। গ্রামের মানুষ যখন বিঘা বিঘা জমি ক্রয় করা নিয়ে প্রতিযোগীতায় ব্যস্ত ,তখন আমার আব্বা জমি বিক্রি করে আমাদের পড়ালে...