মাসুদ রানা: বাংলাদেশ বাঁচাতে এর ভিত্তিমূলে ফিরে চলুন!
মাসুদ রানা: একদিকে হিন্দুত্ববাদীদের মুসলিম-বিদ্বেষ আর অন্যদিকে ইসলামবাদীদের হিন্দু-বিদ্বেষ ঐতিহাসিকভাবে এই বাংলা ও বাঙালী জাতিকে বিভক্ত ও হীনবল করে রেখেছে। যারা প্রকৃতই দেশপ্রেমিক, তাদেরকে হতে হবে ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষতা মানে নিজের ধর্ম বিসর্জন নয় কিংবা অন্যের ধর্ম কেড়ে নেওয়া নয়। ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে ধর্মীয় পরিচয়ের কারণে কারও প্রতি পক্ষপাত কিংবা বিরোধিতা না করা। সমাজ ও রাষ্ট্রের যে-সমস্ত ক্ষেত্রে সকল নাগরিকের সমান অধিকার আছে বলে আমরা মনে করি, সে-সমস্ত ক্ষেত্রে ধর্মকে প্রসঙ্গ হিসেবে আনা অনুচিত। কারণ, সবার ধর্ম এক নয়। ধর্মনিরপেক্ষতায় ধর্ম সংরক্ষিত থাকে ব্যক্তিগত, পারিবার্কি ও সাম্প্রাদয়িক জীবনে। ব্যক্তিগত, পারিবারিক ও সাম্প্রদায়িক জীবনে একের ধর্ম পালনে অন্যের বাধা দেওয়ার কোনো অধিকার নেই। তবে এক ধর্মের চর্চা যদি হয় অন্য ধর্মের উচ্ছেদ সাধন, সেই চর্চা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মেনে নেবে না। এক ধর্মীয় সম্প্রদায়ের লোকেরা নিজেদের জন্যে স্বর্গ প্রার্থনা করতে পারেন। কিন্তু অন্য ধর্মের লোকদের জন্যে নরক প্রার্থনা করার অধিকার তাদের নেই। তাই, স্বীয় ধর্মের গুণকীর্তন গ্রহণীয় হলেও, অন্য ধর্মের ...