Posts

Showing posts with the label মান সনদ জালিয়াতি: ৫০ কনটেইনারের চালান আটকের নির্দেশ দিলো কাস্টমস

মান সনদ জালিয়াতি: ৫০ কনটেইনারের চালান আটকের নির্দেশ দিলো কাস্টমস

Image
কালের কণ্ঠ: মান পরীক্ষায় ফেল করার পর সনদ জালিয়াতির মাধ্যমে বিটুমিনের চালান ছাড় করে নেওয়ার ঘটনা ঘটেছে চট্টগ্রাম কাস্টমসে। আমদানিকারক প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স (এনডিই) লিমিটেড ৫০টি কনটেইনারে প্রায় এক লাখ টন বিটুমিন নিয়ে আসে। ভুয়া সনদে গতকাল সোমবার ৯টি কনটেইনার ছাড় করে নেওয়ার পর আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের জালিয়াতি ধরা পড়ে। এরপর ছাড় হওয়া ৯টিসহ পুরো চালান আটকের নির্দেশ দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। বিদেশ থেকে নিম্নমানের বিটুমিন আমদানি ঠেকাতে মান পরীক্ষা বাধ্যতামূলক করেছে সরকার। আগে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই বিটুমিনের চালান দেশে ঢোকানো হতো। কিন্তু পরীক্ষা বাধ্যতামূলক করে দেওয়ায় নানা কৌশলের আশ্রয় নিচ্ছে আমদানিকারকরা। গতকালের জালিয়াতি সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা বলেন, ‘অর্থবছর শেষ হতে সময় মাত্র তিন দিন। আমরা রাজস্ব লক্ষমাত্রা নিয়ে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিন পার করছি। ঠিক সেই সময়টাই বেছে নিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান ও সিঅ্যান্ডএফ সানশাইন এজেন্সি।’ তিনি বলেন, ইস্টার্ন রিফাইনারির মান সনদ এমন সূক্ষ্মভাবে জালিয়াতি করা হয়েছে, সাদা চোখে ...