Posts

Showing posts with the label মাদকের অভয় আশ্রম চারঘাটে শতাধিক পয়েন্ট

মাদকের অভয় আশ্রম চারঘাটে শতাধিক পয়েন্ট, বিক্রি হচ্ছে নির্বিঘ্নে!

Image
রাজশাহীর চারঘাট উপজেলায় ঈদকে সামনে রেখে উপজেলার বিভিন্ন পয়েন্টে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীরা এখন সক্রিয়। সীমান্তবর্তী উপজেলা হিসেবে চারঘাট মাদক চোরাচালানের অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয়। মূলত, ভারত থেকে নদী পথে চোরাইভাবে আসা ফেন্সিডিল, হেরোইন, ইয়াবা ও দেশীয় তৈরি চুলাই মদ ও গাজাঁ অবাধে বিক্রয় করছে মাদককারবারীরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, কমবেশি উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ১০০টি পয়েন্টে অবাধে বিক্রয় হচ্ছে মাদক। উপজেলার উল্লেখযোগ্য মাদক বিক্রয় পয়েন্টগুলো হচ্ছে, শলুয়া ইউনিয়নের তাতারপুর কারিগরপাড়া আমবাগান, কানজগাড়ি গ্রাম, বালুদিয়ার আজিজুলের মোড়ে উত্তরসাইডে আম বাগান, ক্ষুদিরবটতলা পশ্চিমপাশের বামনদিঘির সাওতালপাড়া হলিদাগাছি হাটপাড়া ও ষ্টেশন সংলগ্ন এলাকা, ইউসুফপুর ইউনিয়নের জয়পুর বাজার সংলগ্ন, শ্রীখন্ডি, কান্দিপাড়া, ইউসুফপুর বাজার ও মোবাইল টাওয়ার সংলগ্ন এলাকা, ফুদকিপাড়া তছির আমাবাগান, সরদহ ইউনিয়নের চকঝিকরা, বিজোড়, পাটিয়াকান্দি, সাদিপুর মোল্লাপাড়া, নিমপাড়া ইউনিয়নের হাতেম মোড়, কৈডাঙ্গা বরকতপুর, নন্দনগাছি রেল স্টেশন, কামিনি গঙ্গারামপুর ও কালুহাটি বাজার সংলগ্ন এলাকা, ভায়ালক্ষীপুর ইউনি...