Posts

Showing posts with the label মাদক পাচার চক্রের নারীকে আটক করেছে পুলিশ

[১] পলাশবাড়ীতে ফেনসিডিল উদ্ধারসহ,মাদক পাচার চক্রের নারীকে আটক করেছে পুলিশ

Image
আরিফ উদ্দিন:[২] গাইবান্ধার পলাশবাড়ীতে মোবাইল ও চেকিং ডিউটি কালে রোববার (১৬ মে) রাতে ৩৯ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মাদক পাচার চক্রের নারী সদস্য সুমি আক্তারকে (২৪) আটক করেছে পুলিশ। [৩] থানা পুলিশ সূত্রে জানা যায়, থানা পুলিশের নিয়মিত চেকিং ডিউটিকালে থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে সঙ্গীয় এসআই মো. জসিম উদ্দিন, এএসআই রামচন্দ্র প্রামাণিক, কনস্টেবল কল্পনা রাণী, ফরহাদ, মাহালম ও কনস্টেবল মোখলেছার রহমানসহ একটি টিম পৌরশহরের মহেশপুর বাঁধের মুখ স্থানে মহাসড়কে অবস্থান নেয়। [৪] দিনাজপুর থেকে ঢাকাগামী সেলফি পরিবহন নামীয় একটি নৈশকোচে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ।বিষয়টি টের পেয়ে কোচের সীটে বসা সুমি পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে তার নিকট থাকা মাঝারি সাইজের লাল রংয়ের ট্রলি ব্যাগ নিয়ে নিচে নেমে পড়ে। এতে সন্দেহ হলে তাৎক্ষণিক ব্যাগ তল্লাশি করে ফেনসিডিল উদ্ধারসহ সুমিকে আটক করে পুলিশ। [৫] পুলিশি প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমি জানায় বিভাগীয় শহর রংপুর কোতোয়ালি থানা এলাকার কলেজপাড়ার জনৈক টিটু মিয়ার বাসায় সে নিয়মিত ভাড়ায় থাকে।সুমি রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ গ্রামের পশ্চিম পাড়ার মৃত আব্দুর রশিদের ম...