Posts

Showing posts with the label মাওয়ায় স্পীড বোট দুর্ঘটনা মামলার আসামি কেরানীগঞ্জ হতে গ্রেফতার

মাওয়ায় স্পীড বোট দুর্ঘটনা মামলার আসামি কেরানীগঞ্জ হতে গ্রেফতার

Image
সম্প্রতি মাওয়া বালুবাহী নৌযানের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে ২৬ জন নিহতর মামলায় আসামি স্পিডবোটের মালিক চাঁন মিয়াকে(৪০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। শনিবার দিবাগত রাত ২.৩০ ঘটিকার সময় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা দল ও র‌্যাব-১০ এর আভিযানিক দল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে তেঘরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে এজহার নামীয় ২নং আসামী স্পীড বোটের মালিক চাঁন মিয়াকে গ্রেফতার করা হয়। পিতাঃমৃত আনুমৃধা, জেলাঃমুন্সিগঞ্জ। রোববার (৯ মে) বিকালে র‌্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাবের সিগন্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, স্পীড বোট এর মালিক চান মিয়া অতিরিক্ত মুনাফা লাভের আশায় লকডাউন নিষেধাজ্ঞা অমান্য করে স্পীড বোটে যাত্রী পরিবহন ব্যবসা চালিয়ে যাচ্ছিল। স্পীড বোটের ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করা হয়েছিল। তিনি আরও জানান, গ্রেফতারকৃত চাঁন মিয়া দীর্ঘ ০৫ বছর যাবৎ স্পীড বোটের মাধ্যমে যাত্রী পরিবহনের ব্যবসার সাথে জড়িত। তার ০৩টি স্পীড বোট রয়েছে। দূর্ঘটনা কবলিত স্পীড বোটের কোন প্রকার অনুমোদন ছিল না। দূর্ঘটনার পরপরই ভয়াবহতা জ...