Posts

Showing posts with the label মাইন্ডফুল ওজু !

মাইন্ডফুল ওজু !

Image
ডেস্ক রিপোর্ট :  শিক্ষাঃ  ওজু করার সময় যখন আমরা ডান হাত ধুই তখন আমরা মনে মনে দুয়া করতে পারি যে হে আল্লাহ আমার এই দুই হাত দিয়ে যেনো কোনো খারাপ কাজ না হয়। [] কুলি করার সময় দুয়া করতে পারি যে হে আল্লাহ আমার এই মুখ দিয়ে যেনো কোনো খারাপ কথা,গীবত,পরনিন্দা,চোগলখোরি,মিথ্যা না বের হয়,আমার এই মুখ দিয়ে যেনো তাই বের হয় যা তোমাকে সন্তুষ্ট করে,এই ওজুর পানির মাধ্যমে আমার মুখের বাহ্যিক ও অভ্যন্তরীণ নোংরা বের করে দিন হে রব্ব। [] নাকে পানি দেয়ার সময় দুয়া করতে পারি যে হে আল্লাহ এই নাক দিয়ে যেন আমি জান্নাতের সুঘ্রাণ পাই ইয়া রব্ব। [] মুখে পানি দেওয়ার সময় দুয়া করতে পারি যে হে আল্লাহ আমার এই মুখকে তুমি কিয়ামতের দিন উজ্জল করে দিও প্রভু একে তুমি অন্ধকারাচ্ছন্ন করিও না মালিক। [] ডান হাত ধোয়ার সময় দুয়া করতে পারি যে হে আল্লাহ আমার এই হাতে আমাকে আমলনামা লাভের সৌভাগ্য দান করুন হে রব্বুল আলামীন। [] বাম হাত ধোয়ার সময় দুয়া করতে পারি যে হে আল্লাহ আমার এই হাতকে তুমি আমলনামা গ্রহণের দায়ভার থেকে মুক্ত করো মালিক। [] মাথা মাসেহ করার সময় দুয়া করতে পারি যে হে আল্লাহ এই ওজুর পানির মাধ্যমে আমার মস্তিষ্ক উর্বর কর...