Posts

Showing posts with the label ভয় নেই

কোভিডকালে ব্ল্যাক ফাঙ্গাস: সতর্ক থাকুন, ভয় নেই

Image
ড. শোয়েব সাঈদ, আমরা যারা বিজ্ঞানের জটিল বিষয়ে সহজবোধ্য উপস্থাপনায় জনসচেতনতা বা জনস্বার্থে লিখি, খুব সতর্কতার সাথে লিখতে হয় যাতে অন্য কোন হিসেবের গ্যাঁড়াকলে তথ্যটি ব্যবহৃত না হয় এবং কি বলতে চাচ্ছি তার মর্ম যেন ব্যাহত না হয়। দ্বিতীয় ঢেউয়ে ভারতে কোভিড চিকিৎসায় গোবরের ব্যবহার তো বৈশ্বিক সংবাদ শিরোনাম, ভারতের পত্রপত্রিকাতেই এই বিষয়ে প্রচুর হুশিয়ারি। ব্ল্যাক ফাঙ্গাস বিস্তারে গোবর একটি উৎস এটি বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত। আমাকে তো এই তথ্যটি কোন না কোনভাবে দিতে হবে। তাই অনেক কারণের ফাঁকে এটি বলতে হচ্ছে এবং সতর্কও থাকতে হচ্ছে যাতে কোন ধর্ম বা রাষ্ট্রকে আঘাত না করা হয়। গোবর দিয়ে ঘুটে বানানো পাক-ভারত উপমহাদেশের কালচার, যুগ যুগের ইতিহাস। কম্পোস্টিং কিংবা প্রক্রিয়াজাত গোবর নাড়াচাড়ায় এক পরিণতি, আর ভয়ানক সব আণুবীক্ষণিক প্যাথোজেন সমৃদ্ধ কাঁচা গোবর নাকে মুখে চোখে মেখে বসে থাকার তো আরেক পরিণতি। ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা সহ অসংখ্য ভারতীয় পত্রপত্রিকায় অণুজীব বিশেষজ্ঞ আর ডাক্তারদের বরাত দিয়ে বারবার সতর্ক করা হয়েছে যে গোবর কোভিড চিকিৎসা বা কোভিড থেকে রক্ষায় কোন কাজেই আসেনা বরং ব্ল্যাক ফাঙ্গাস সহ অনেক ...