Posts

Showing posts with the label ভোটে জিতে যা বললেন কাঞ্চন

ভোটে জিতে যা বললেন কাঞ্চন

Image
২ মের পর তৃণমূল ভবনের সামনে কান ধরে লাইন দেবেন তারাই, যারা বিপদের দিনে দিদির হাত ছেড়ে চলে গিয়েছেন। এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন আগেই। গতকাল ফল গণনার সময়ও উত্তরপাড়ার তৃণমূলপ্রার্থী কাঞ্চন মল্লিকের মুখে একই সুর ছিল। বিজেপির প্রবীর ঘোষালের থেকে ৩৮ হাজার ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নেন। উত্তরপাড়া আপাতত অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিকের দখলে। জয়ী হয়ে কাঞ্চন বললেন, এতকাল আমাকে আপনারা শুধুমাত্র একজন অভিনেতা হিসেবে দেখে এসেছেন। প্রচুর ভালোওবেসেছেন আমায়। জানি, আগামী দিনেও একইভাবে ভালোবাসবেন। ২০২১-এ আমার নতুন জীবন। মা-মাটি-মানুষের হাত ধরে রাজনীতিতে পা রেখেছি।’ তিনি স্বীকার করেছেন, সকলের শুভ কামনায়, ভালোবাসায় আমি বিধায়ক কাঞ্চন মল্লিক’। যদিও বিধায়কের বদলে নিজেকে ‘জননেতা কাঞ্চন মল্লিক’ হিসেবেই সবার সামনে তুলে ধরতে চান তিনি। কাঞ্চন ২০০২ সালে জনতা এক্সপ্রেস নামে একটি টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপনা করে পরিচিতি পান কাঞ্চন। এরপর একজন কমেডি অভিনেতা হিসেবে খ্যাতি পেয়েছেন তিনি। এবার রাজনীতির ময়দানে কেমন করেন কাঞ্চন তা সময়ই বলে দেবে।