ভারতের কৃষি খামার পণ্য রফতানি ৬ বছরে রেকর্ড বৃদ্ধি ১৯ বিলিয়ন ডলার
রাশিদ রিয়াজ : ভারতে এধরনের পণ্য রফতানি বৃদ্ধি পেয়েছে ২৫ শতাংশের কাছাকাছি এবং এর আর্থিক মূল্য ১৫.৯ বিলিয়ন ডলারের বেশি। দেশটির চাল ও গম রফতানি বৃদ্ধি পেয়ে তা পরিমাণে ২০ মেট্রিক টন অতিরিক্ত হচ্ছে। কৃষি ও প্রক্রিয়াজত খাদ্য রফতানি উন্নয়ন কর্তৃপক্ষ বলছে কোভিড মহামারি সত্ত্বেও চালের রফতানি রেকর্ড পরিমান বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৩.৯ মিলিয়ন টনে। এর পাশাপাশি বাসমতি চাল রফতানি বৃদ্ধি পেয়েছে ৪.৬ মিলিয়ন টন। গম উৎপাদন বৃদ্ধি পেয়েছে ২.০৮ মিলিয়ন টন। বিশেষজ্ঞরা বলছেন, বাম্পার ফলন ও অন্য রফতানি দেশগুলোর তুলনায় এসব পণ্যের কম মূল্যের কারণে তা রেকর্ড রফতানি বৃদ্ধি সম্ভব হয়েছে। আই গ্রেইন ইন্ডিয়ার বাজার গবেষক রাহুল চৌহান বলেন গত ৬ বছর ধরে প্রতিযোগিতামূলক দরে ভারত এসব পণ্য রফতানি করতে সমর্থ হওয়ায় তা সহজেই বৃদ্ধি পাচ্ছে। দি প্রিন্টকে তিনি আরো বলেন ভারত সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা প্রকল্পের আওতায় প্রচুর খাদ্যশস্য বিতরণ করায় বাজার স্থিতিশীল রয়েছে এবং একই সঙ্গে উৎপাদন বৃদ্ধি পাওয়ায় তা প্রতিযোগিতামূলক কম দামে রফতানি করা সম্ভব হচ্ছে। ভূকৌশলগত অবস্থানের দিক থেকে ভারত মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার খুব ক...