ভাকুর্তায় ৫ শতাধিক কর্মহীনকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান
ঢাকার সাভারের ভাকুর্তা ইউনিয়নে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন ও অসহায় ৫ শতাধিক মানুষকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ মে) দুপুরে ভাকুর্তা উচ্চ বিদ্যালয়ে এই উপহার সামগ্রী বিতরণ করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। এসব ঈদ উপহার সামগ্রীর ভিতরে ছিলো- নারীদের জন্য শাড়ি, পুরুষের জন্য লুঙ্গি, খাদ্য সামগ্রীর ভিতরে ছিলো চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ, চিনি, সেমাই ও মুড়ি। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল আলম রাজীব বলেন, সকলকে ঈদের আগাম শুভেচ্ছা। আপনারা ইতোমধ্যে সকলে অবগত হয়েছেন যে, আমাদের প্রিয় নেতা, আপনাদের ভোটে বার বার নির্বাচিত সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, আমাদের প্রিয় অভিভাবক এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই করোনাকালীন সময়েয়ে আপনাদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন। এসবের ভিতর আছে খাদ্য সামগ্রী এবং পরনের জন্য নতুন বস্ত্র। আমরা এই ঈদ উপহার গ্রহন করবো এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবো যেন তিনি দীর্ঘজীবী হন এবং আমাদের দে...