ভাইয়ের লাশ দেখেই বোনের মৃত্যু!
ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বড় ভাইয়ের লাশ দেখেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ছোট বোন। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল ৭টার দিকে বানিয়াচং উপজেলার ৪ নম্বর ইউনিয়নের কালিকাপাড়া গ্রামে। এনটিভি মৃত ভাইয়ের নাম মো. ছায়েদ মিয়া ওরফে আকল মিয়া (৭০)। বোনের নাম সমরাজ বেগম (৫৫)। তারা উপজেলার ৪ নম্বর ইউনিয়নের কালিকাপাড়া গ্রামের বাসিন্দা। এলাকাবাসী জানিয়েছে, কালিকাপাড়া গ্রামের ছায়েদ মিয়া গতকাল মঙ্গলবার দিবগত রাত সাড়ে ৩টায় নিজ বাড়িতে মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান। বড় ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে আজ সকালে পাশের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের স্বামীর বাড়ি থেকে ছুটে আসেন ছোট বোন সমরাজ বেগম। এ সময় তিনি মৃত ভাইয়ের মুখ দেখে চিৎকার করেই মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে চিকিৎসক এসে জানান সমরাজ বেগমও স্টোক মারা গেছেন। ভাইয়ের লাশ দেখে বোনের মৃত্যু সংবাদ মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বানিয়াচং উপজেলার কালিকাপাড়া গ্রামের বাসিন্দা আঙ্গুর মিয়া জানান, বিষয়টি মর্মান্তিক ও হৃদয়বিদারক। ভাইয়ের লাশ দেখতে এসে ছোট বোনও মারা গেছেন। পরিবারটির সদস্যদের ব্যথা অসহনীয়। আমার পড়শী হিসেবে আমি নিজ...