Posts

Showing posts with the label ভনের খোঁচা সহ্য করতে হচ্ছে ভারতীয় সমর্থকদের

[১] লজ্জার হার বিরাটদের, ভনের খোঁচা সহ্য করতে হচ্ছে ভারতীয় সমর্থকদের

Image
স্পোর্টস ডেস্ক : [২] সুযোগ পেলেই বিরাট কোহলির ভারতকে কটাক্ষ করতে ছাড়েন না প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক মাইকেল ভন। এবার তো সেই সুযোগটা বিরাটের ভারতই ভনের হাতে তুলে দিয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরুর আগে থেকেই ভারতকে নিয়ে কটাক্ষ করে চলেছিলেন ভন। আর ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারার পর ভন যেন হাতে স্বর্গ পেয়েছে। ম্যাচ শেষ হওয়ার আগে থেকেই ভনের খোঁচা শুরু হয়ে গিয়েছে। [৩] ভারতীয় সমর্থকদের উদ্দেশ্য করে বুধবারই (২৩ জুন) একটি টুইট করেছেন ভন। সেখানে তিনি লিখেছেন, আমার মনে হয়, হাজার হাজার ভারতীয় সমর্থকদের কাছে আমার ক্ষমা চেয়ে নেওয়া উচিত। কারণ টেস্ট চ্যাম্পিয়শিপ ফাইনালে নিউজিল্যান্ড জিতবে, এই ভবিষ্যদ্বাণী করার জন্য। [৪] পুরো টুইটেই বিদ্রুপ মিশে রয়েছে। আসলে বহু আগে থেকেই ভন দাবী করেছিলেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিউজিল্যান্ডই জিতবে। বিরাট কোহলির চেয়েও অনেক এগিয়ে রয়েছেন কেন উইলিয়ামসন। তার এই ভবিষ্যদ্বাণী নিয়ে অনেক বিতর্কও হয়েছে। [৫] আখেরে ভনের ভবিষ্যদ্বাণী যে একেবারেই সঠিক ছিল, সেটা বিরাটরাই প্রমাণ করে দিয়েছেন। ভারতীয় ব্য়াটসম্যানদের জঘন্য পারফরম্যান্সের পাশাপাশি বিরাটের অধিনায়ক...