Posts

Showing posts with the label বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চরিত্রেরও বাঁক পরিবর্তন করলেন শাহনূর

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চরিত্রেরও বাঁক পরিবর্তন করলেন শাহনূর

Image
ইমরুল শাহেদ: মডেল ও অভিনেত্রী শাহনূর বর্তমানে পরিচালক সোলায়মান আলী লেবু পরিচালিত ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবিতে কাজ করছেন। শুটিং চলছে এফডিসিতে। এ রিপোর্টারকে তিনি জানান, ২০১৩ সালে এই ছবিটির কিছু কাজ করেছিলেন। তারপর দীর্ঘদিন ছবিটির কাজ বন্ধ ছিল। এখন আবার সময়োপযোগী করে নতুনভাবে ছবিটির কাজ শুরু হয়েছে। এছাড়া তার হাতে বর্তমানে আরো ছয়টি ছবি রয়েছে। তিনি বলেন, তবে ছবিগুলোর কাজ থেমে থেমে হচ্ছে। শাহনূর ক্যারিয়ার শুরু করেছেন ১৯৯৯ সালে। সেই হিসেবে তার ক্যারিয়ার ২২ বছরের। এই সময়ে তার মুক্তি পেয়েছে মাত্র ১৪টি ছবি। এর মধ্যে রয়েছে ফাঁসির আদেশ, জিদ্দি সন্তান, স্বপ্নের বাসর, হাজার বছর ধরে, মায়ের জন্য যুদ্ধ, শেষ যুদ্ধ, রাজধানী, নয়ন ভরা জল, প্রেম সংঘাত, কারাগার, সাহসী মানুষ চাই, লাভ স্টেশন, অপহরণ ও ইন্দুবালা। প্রেম প্রীতির বন্ধন ছবিতে তিনি মিশা সওদাগরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি রোমান্টিক নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেছেন। এখন কি তিনি ক্যারিয়ারের বাঁক পরিবর্তন করছেন? তিনি অকপটে বলেন, ‘আমার বয়স তো বাড়ছে। বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্যারিয়ারের বাঁকতো পরিবর্তন হবেই। আমা...