বড় নায়কেরা আমার সঙ্গে কাজ করে না : ফারিয়া শাহরিন
নাটক পাড়ায় জোর গুঞ্জন, বাংলা নাটক এখন সিন্ডিকেট নির্ভর। হাতেগোনা কয়েকজন পরিচালক এবং পছন্দের অভিনেতা-অভিনেত্রীর বাইরে অভিনয় করেন না বর্তমান সময়ের জনপ্রিয় বেশ কয়েকজন। যদিও এমন অভিযোগ প্রসঙ্গে প্রকাশ্যে কথা বলতে দেখা যায় হাতেগোনা কয়েকজনকে। শুক্রবার নিজের ফেসবুক হ্যান্ডেলে এ প্রসঙ্গে নিজের মতামত প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন। এক স্ট্যাটাসে ফারিয়া লিখেছেন, ‘ঠিক করেছি নতুন, একদমই পরিচিত নন, এ রকম নায়কদের সঙ্গে কাজ করব। ওদের প্রমোট করব। যদি আমাকে চারজনও চেনে, তাদের হয়তো একজন চিনবে আমার মাধ্যমে। ওরা এভাবেই এক-দুজন করে পরিচিত হয়ে উঠবে। আমার ভালো লাগবে।’ ফারিয়া শাহরিন ক্ষোভ প্রকাশ করে এই অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমি অনেক ছোট নায়িকা। বড় নায়কেরা আমার সঙ্গে কাজ করেন না, বড় নায়িকাদের সঙ্গে করেন; কী কী জানি এখন শুনি, সিন্ডিকেট না কি যেন। তাই নগণ্য নায়িকা আমি নতুন ছেলেদের সঙ্গে কাজ করব। সিদ্ধান্ত ফাইনাল।’ ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় ২০০৭ সালে প্রথম রানারআপ হয়েছিলেন ফারিয়া শাহরিন। সম্প্রতি বেশকিছু ধারাবাহিক নাটকও একক নাটকে অভিনয় করে আলোচনায় আছেন ফারিয়া শাহরিন। ...