ব্রাত্য রাইসু: খুনিদের দেশে বিবেকের চাকরি করেন চমস্কিরা
ব্রাত্য রাইসু: নোয়াম চমস্কির মতো অ্যাক্টিভিস্ট ও বুদ্ধিজীবীরা আমেরিকার সম্পদ। এরা মানবতার বিপক্ষের একটি রাষ্ট্রের নৈতিক ভিত্তি শক্তিশালী করণে ভালো ভালো কাজ কইরা যান। কিন্তু ভাবতে হবে, কেনো মার্কিন প্রশাসন তাদেরকে কিছু বলে না? এমনি এমনি? চমস্কিদের সৎ, উদার ও মানবতাবাদী কাজকর্ম শেষ পর্যন্ত আমেরিকার মানবতা বিরোধী অবস্থানকে কম মানবতা বিরোধী অবস্থান হিসাবে চিহ্নিত হইতে সাহায্য করে। অর্থাৎ তারা খারাপ কাজের ফিল্টার হিসাবে কাজ করেন। তাতে মার্কিন প্রশাসন খারাপ ভাবে চিহ্নিত হইলেও রাষ্ট্র বা দেশ হিসাবে আমেরিকা ভালো ও সুন্দর, উজ্জ্বল ও গৌরবের দেশ থাইকা যায়। খুনিদের দেশে বিবেকের চাকরি করেন চমস্কিরা। আপনি খুন করবেন, খুনের সমালোচনার জন্যে চমস্কিদের রাখবেন। তখন যেহেতু খুনের প্রতিবাদ হইতেছে সুতরাং খুন তেমন খুন মনে হবে না আর বিশ্বের চোখে। চমস্কিরা মূলত আমেরিকাকে কসাই না হইতে দিয়া নরম মধুর বখে যাওয়া খুনি হিসাবে প্রতিভাত হইতে সাহায্য করেন। চমস্কির অ্যাকটিভিজমের অবস্থা অনেকটা শাহবাগে গণজাগরণ মঞ্চে সরকারের সহায়তায় সরকার বিরোধিতার মতো অবস্থা। কতো সত্য কথা বললেন, কতো তথ্য ফাঁস করলেন তাতে কিছুই যায় আসে না। য...