Posts

Showing posts with the label ব্রাজিলের অলিম্পিক দলে নেই নেইমার!

ব্রাজিলের অলিম্পিক দলে নেই নেইমার!

Image
স্পোর্টস ডেস্ক : অলিম্পিক গেমস ফুটবলে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। পাঁচ বছর আগে হওয়া সেই প্রতিযোগিতায় দলের সোনা জয়ের পেছনে সবচেয়ে বড় তারকা নেইমারের অবদান কম নয়।এবারও সমর্থকদের প্রত্যাশা ছিল নেইমার থাকবেন। কিন্তু আসছে টোকিও অলিম্পিকের জন্য ঘোষিত দলে পিএসজি তারকার নাম নেই! তাকে ছাড়াই টোকিও অলিম্পিকে লড়বে ব্রাজিল। নেইমার ছাড়াও সোনা জয়ী সেই দলের অন্যতম সদস্য মারকুইনহোসেরও জায়গা হয়নি।তবে নেইমার না থাকলেও বর্ষীয়ান ডিফেন্ডার দানি আলভেজ ডাক পেয়েছেন। বর্তমানে চোটের কারণে কোপা আমেরিকা দলে নেই সাবেক বার্সা ডিফেন্ডার। তবে অলিম্পিক দলের কোচ আন্দ্রে জারদাইনে আশা করছেন অলিম্পিক গেমস ফুটবল শুরুর আগেই আলভেজ সুস্থ হয়ে যাবেন। ব্রাজিল প্রথম ম্যাচ খেলবে ২২ জুলাই জার্মানির বিপক্ষে। সাধারণত অলিম্পিক দলে অনূর্ধ-২৩ দল খেলে। এছাড়া তিনজন বেশি বয়সী খেলোয়াড় খেলানোর ‍সুযোগ থাকে। সেক্ষেত্রে ২৯ বছর বয়সী নেইমারের দলে ঢোকার সুযোগটা বেশি ছিল। তবে এই বিষয়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সমন্বয়ক ব্রাঙ্কো সরাসরি কোনও ব্যাখ্যা দেননি। শুধু বলেছেন,‘নেইমার আমাদের জন্য উদাহরনীয় একজন খেলোয়াড়। জাতীয় দলের অসাধারণ একজন নেতা সে। আমর...