Posts

Showing posts with the label ব্যাপক রোবট সেনা উৎপাদনে যাচ্ছে রাশিয়া

ব্যাপক রোবট সেনা উৎপাদনে যাচ্ছে রাশিয়া

Image
রাশিদ রিয়াজ : যুদ্ধক্ষেত্রে এসব রোবট সেনা স্বাধীনভাবেই লড়বে। যুদ্ধপরিস্থিতি বুঝে পাল্টা আঘাত হানবে শত্রুর ওপর। এধরনের সেনা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ব্যাপকভিত্তিক অস্ত্র উৎপাদন করতে যাচ্ছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোয়েগু বলেছেন তার দেশ উচ্চ প্রযুক্তির সামরিক যান উৎপাদন করবে যা পরিচালিত হবে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। এধরনের উদ্যোগ ও পণ্যকে সের্গেই উল্লেখযোগ্য হিসেবে উল্লেখ করে বলেন ভবিষ্যত যুদ্ধে এধরনের অস্ত্র ও রোবট সেনাই যুদ্ধ করবে। রাশিয়া ইতিমধ্যে উরান-৯ সহ বিভিন্ন ধরনের সামরিক যন্ত্র তৈরি করেছে। এধরনের অস্ত্র দেখতে ছোট আকারের ট্যাঙ্কের মত যাতে ৩০ মিমি বন্দুক, বিভিন্ন ধরনের অগ্নিগোলা নিক্ষেপক ও নিয়ন্ত্রিত ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যুক্ত করা হয়েছে। এধরনের অস্ত্র যুদ্ধ ক্ষেত্রে সেনাদের হতাহতের পরিমান হ্রাস করতে যথেষ্ট সহায়তা করবে। বিশেষ করে টি-৭২ ও টি-১৪ আর্মাতা ট্যাঙ্কে এধরনের অস্ত্র প্রযুক্তি সংযোজনের জন্যে কাজ করছেন রুশ প্রকৌশলীরা। এছাড়া পোসেইডন নামে জলড্রোন তৈরি করেছে রাশিয়া যা সাগরের তলদেশ দিয়ে চলবে। এধরনের ড্রোনকে পারমানবিক অস্ত্র দক্ষতাসম্পন্ন মিনি ...